নতুন দুই পিক্সেল ফোন আনলো গুগল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ১৩:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

গুগল আনলো নতুন দুই পিক্সেল ফোন। এগুলো হলো পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএল।

মঙ্গলবার নিউ ইয়র্কে এক ইভেন্টে এই দুটি ফোন লঞ্চ করেছে গুগল। এসময় গুগলের ট্যাব পিক্সেল স্লেট এবং গুগল হোম হাব উন্মোচন করা হয়। 

ডিসপ্লে সাইজ ও ব্যাটারি ছাড়া পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএলের মধ্যে কোনো পার্থক্য নেই।

পিক্সেল থ্রি ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। অন্যদিকে পিক্সেল থ্রি এক্সএল ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে।

দুটি ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যানড্রাগন চিপসেট, ৪ জিবি র‌্যাম এবং ১২.২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ডুয়েল সেলফি ক্যামেরা।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজেড)