জগন্নাথে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ১৯:১১

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বুধবার শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল হয়।

মিছিলটি রায়সাহেব মোড় থেকে শুরু হয়ে রথখোলা মোড় দিয়ে টিপু সুলতান রোডে গিয়ে পুলিশি বাধায় শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল জলিল, মিরাজ রহমান, শফিকুল ইসলাম ইমন, আব্দুল আলিম, মিজানুর রহমান নাহিদ, এ.ডি.এম.বাকির জুয়েল, আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান আসলাম, আলী হাওলাদার, আবুল খায়ের ফরাজী, আব্দুল মান্নান, ওমর ফারুক হিমেল, ইব্রাহিম কবির মিঠুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, প্রচার সম্পাদক জুয়েল মৃধা এবং সিনিয়র ছাত্রনেতা খোরশেদ আলম কাজলসহ শতাধিক কর্মী।

এর আগে দুপুরে প্রায় ১৪ বছর আগে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। বিএনপি এই রায়কে ‘ফরমায়েশি’ রায় হিসেবে আখ্যায়িত করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/আইএইচ/জেবি)