ঘরের মাঠে ইতালির ড্র

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ০৮:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ড্র করলো ইতালি। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও প্রতিপক্ষ ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

জেনোয়ায় ম্যাচের শুরু থেকে বারবার আক্রমণে অতিথিদের বেশ চাপে রাখে ইতালি। কয়েক মিনিটের মাথায় পরপর দশবার শট নেয় স্বাগতিকরা। যদিও একটি শটও প্রতিপক্ষের জালে যায়নি।

গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিট পর্যন্ত। জুভেন্টাস ফরোয়ার্ড বের্নারদেস্কির শট করা বল ইউক্রেনের গোলরক্ষকের হাতে লেগে বল চলে যায় ঠিকানায়।

স্বাগতিকরা বেশ সময় ধরে এগিয়ে থাকতে পারেনি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ইউক্রেন। ম্যাচের ৬২তম মিনিটে কর্নার পায় অতিথিরা। ওই কর্নারের সুবাদে ভলিতে প্রতিপক্ষের লক্ষ্যবেধ করেন রুসলান মালিনভস্কি।

এরপর কেউই আর ব্যবধান বাড়াতে পারেনি। সেই সঙ্গে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থাকার রেকর্ড গড়ে মাঠ ছাড়ে ইতালি।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এইচএ)