এলজির নতুন গেমিং মনিটর

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৮, ১৬:৪৭

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় এলজি মনিটর। মডেল  ২২এমকে৬০০এম। প্রফেশনাল ডিজাইনার এবং গেমারদের জন্য এটি একটি স্বল্পমূল্যের  নির্ভরযোগ্য মনিটর। 

২২ ইঞ্চি ফুল এইচডি (১৯২০*১০৮০) আইপিএস ডিস্প্লে সমৃদ্ধ বর্তমানে গ্রাহকদের নিকট বেশ জনপ্রিয়। মূলত এটি থ্রি সাইড বর্ডারলেস মনিটর ফলে দেখতে বেশ আকর্ষণীয়।

এই মনিটরটির রেসপন্স টাইম ৫এমএস ফাস্টার। এটি রেডিয়ন ফ্রি সিঙ্ক সমৃদ্ধ। যার ফলে গেমাররা বাধাহীনভাবে যে কান গেম খেলতে পারে। 

এছাড়াও এটি কালার ক্যলিব্রেটেড হওয়ায় ডিজাইনারদের নিকটও জনপ্রিয় হয়ে উঠেছে। 

এটি একটি এর্নাজি সেভিং মনিটর যা ১৩.৫ ওয়াট পাওয়ার কনজাম্পশনে চলে। যা বাজারের সকল মনিটরের তুলনায় কম পাওয়ারে ব্যবহার করা যায়। 

মনিটরটির মূল্য ১১ হাজার ৭০০ টাকা। এটি কিনলে একটি ভিজিআই ও দুটি এইচডিএমআই পোট ফ্রি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এজেড)