অপহরণের পর শিশুকে হত্যা, পোশাকশ্রমিক আটক

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ১৮:০৮
ফাইল ছবি

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে আব্দুল্লাহ আল নোমান (৬) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার ময়লার ভাগাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে এক ভাড়াটিয়া পোশাকশ্রমিককে।

মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নোমান গাজীপুর সদর থানার বানিয়ারচালা এলাকার লোকমান হোসেনের ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, বুধবার বিকেলে নোমানকে বাসা থেকে অপহরণ করে তাদের বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক বাবুল হোসেন। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এক পর্যায়ে মুক্তপণের টাকা না দিয়ে নোমানের পরিবার জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাবুল পুলিশের কাছে স্বীকারক্তি দিয়ে মরদেহের সন্ধান দেয়। পরে দুপুরে গাজীপুরা এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পোশাকশ্রমিক বাবুল হোসেন শিশুটিকে নিয়ে এনার্জি ড্রিংকের সঙ্গে ঘুুমের ওষুধ মিশিয়ে অচেতন করে। পরে তাকে হত্যা করে ব্যাগে করে মরদেহ নিয়ে গাজীপুরার ময়লার ভাগাড়ে ফেলে দেয়।

ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :