ময়মনসিংহে নাশকতা মামলায় আসামি ছাত্রদলের ৩০ নেতাকর্মী

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৮, ২২:১৫

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জনের নাম উল্লেখ করে ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক উজ্জ্বল কান্তি সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকা-ের অপরাধে বুধবার রাতে এসআই অজয় চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বুধবার মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে শহরের বাউন্ডারী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্রদল। এই ঘটনার জের ধরেই এই মামলা দায়ের হয়।

কোতোয়ালি থানার এসআই দেবাশীষ বিশ্বাসকে মামলাটির তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপ-পরিদর্শক উজ্জ্বল কান্তি সরকার।

(ঢাকাটাইমস১১অক্টোবর/এমডি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :