রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৮, ১১:৪১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহিন মোল্লা নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল ওই ব্যবসায়ীসহ তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে বলে ওই ব্যবসায়ীর পরিবার জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায়। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

ব্যবসায়ী শাহিন মোল্লা জানান, তিনি ভুলতা গাউছিয়া মার্কেটে থ্রী পিছের পাইকারী ব্যবসা করেন। প্রায় সময় দোকানের আমদানি মালামাল বাড়িতে রেখে দেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে।

প্রথমে তারা তার হাত-পা বেঁধে ফেলেন। বালিশের কভার দিয়ে মুখ চেপে ধরেন।

পরে মুখোশধারী ডাকাতদল মা হালিমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার, মেয়ে নোহা ও রাহাসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এক পর্যায়ে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, টাকাসহ মালপত্র না দিলে পরিবারের সদস্যদের গলা কেটে হত্যার হুমকি দেয় ডাকাত দল।

এসময় আলমারীতে থাকা ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। পরে শাহিন মোল্লা ও তার পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে। এসময় মসজিদের মাইক দিয়ে এলাকায় ডাকাত এসেছে ঘোষণা দিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহিন মোল্লা আরো জানান, আগামী বুধবার তার বোন মাছুমার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথাছিলো। সেখানে বোনের স্বর্ণালঙ্কারও ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসীর অভিযোগ, এ এলাকায় আগে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেনি। ভুলতা ফাঁড়ি পুলিশের নিয়মিত টহল ব্যবস্থা থাকলে এ ধরণের ডাকাতির ঘটনা ঘটতো না।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :