৪৮ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২১:০০ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৮, ১৮:৩৩

মূল ডোমেইন সার্ভার ও এ সংশ্লিষ্ট নেটওয়ার্ক অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত এই সমস্যা থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাশিয়া টুডে’র এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আগামী ৪৮ ঘণ্টায় মূল ডোমেইন সার্ভার নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের নেটওয়ার্ক সমস্যায় পড়তে হতে পারে।

ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে।

আইসিএএনএস জানিয়েছে, বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বেড়ে গেছে। এ ধরনের ঘটনা ঠেকাতে বা প্রতিরোধ করতে ক্রিপটোগ্রাফিক কি পরিবর্তন জরুরি। তাই ডোমেইন সার্ভার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

উল্লিখিত সময়ে সার্ভার সমস্যার কারণে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে। এ কারণে ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব ধরনের লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধও হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা