‘কোটায় চাকরি পেতে প্রথমে শিক্ষিত হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১২ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৮, ১৮:৩৮
ফাইল ছবি

প্রতিবন্ধী কোটার প্রয়োজন আছে। তবে সেই কোটা যথাযথ নিয়মে করতে হবে, যেন প্রতিবন্ধীরা সত্যি সত্যি চাকরি পান বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। বলেছেন, তবে কোটায় চাকরি পেতে প্রথমে শিক্ষিত হতে হবে।

শুক্রবার রাজধানীর মহাখালি ব্র্যাক-ইন সেন্টারে যুব সম্মেলন’২০১৮ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি।

মাত্র চার শতাংশ প্রতিবন্ধী শিক্ষার সুযোগ পায়, ৯৬ শতাংশই পায় না বলে তথ্য জানিয়ে আকবর আলি খান বলেন, তাদেরও শিক্ষার সুযোগ দিতে হবে। এর জন্য শুধু নীতিমালা করলেই হবে না, অনেক বিনিয়োগ, শিক্ষক, বই-পুস্তক এবং অবকাঠামোর ব্যবস্থাও করতে হবে।

প্রবীণ এই অর্থনীতিবিদ বলেন, ‘সরকারি চাকরিতেই যে শুধু কোটার প্রয়োজন, তা নয়। বেসরকারি ক্ষেত্রেও যেন চাকরি হয়, সেই ব্যবস্থাও সরকারকে নিতে হবে। কোটায় চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। শুধু চাকরিই নয়, জীবনের সর্বক্ষেত্রে তাদের প্রতিষ্ঠিত করার ব্যবস্থা নিতে হবে।’

‘সবচেয়ে বড় কথা হলো, প্রতিবন্ধীদের সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। করুণার মাধ্যমে তাদের সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, স্বাভাবিক ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। সে জন্য মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন।’

আকবর আলি খান বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকারে কোনো কোটা নেই। কিন্তু গত বছর আইএস পরীক্ষায় প্রায় ১৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন নিয়োগ পান, যাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন একজন নারী প্রতিবন্ধী। তিনি যথাযথ শিক্ষার সুযোগ পেয়েছেন বলেই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হতে পেরেছেন। বাংলাদেশের প্রতিবন্ধীরাও সুযোগ পেলে সাধারণ শিক্ষার্থীদের ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। যেখানে কোটা নয়, পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে তারা চাকরিতে আসতে পারবেন।’

(ঢাকাটাইমস/১২অক্টোবর/একে/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে প্রকৌশলীকে চাপা দেওয়া বাসচালকের লাইসেন্স ছিল না: র‌্যাব

দেশীয় খেলা প্রসারের জন্য যা দরকার সরকার তা করছে: প্রধানমন্ত্রী

নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো, অনেকে ভয় পায়: ইসি আলমগীর

সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি: বিআরটিএ

নানা আয়োজনে আমেরিকায় ‘বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত

অপতথ্য রোধে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ফুলেল শ্রদ্ধায় শিব নারায়ণ দাশকে শেষ বিদায়

আগামী বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের সব ধরনের কমিটি গঠন বন্ধ থাকবে: কাদের

হজ প্যাকেজের খরচ ১ লাখ ৪ হাজার টাকা কমানো হয়েছে: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :