সপ্তাহব্যাপী পূজার ছুটিতে যাচ্ছে কুবি

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ১৭:৩৪

মাহফুজ কিশোর, ঢাকাটাইমস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)।

রবিবার থেকে শুরু হতে যাওয়া এই ছুটি চলবে আগামী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত।

পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় যথারীতি রবিবার (২১ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

সনাতন ধর্মাবলম্বীরা প্রিয়জনদের সাথে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।

আবাসিক হলের বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন জানিয়েছেন, 'স্বল্প এই ছুটিতে হল প্রশাসন থেকে শিক্ষার্থীদের হলত্যাগের ব্যাপারে কোনও নোটিশ দেওয়া হয়নি। তবে এ কয়দিন হলের ডাইনিং অফ থাকবে। শিক্ষার্থী যারা হলে অবস্থান করবে তারা নিজ দায়িত্বে খাবার ব্যবস্থা করবে।'

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ ইএস