চিরিরবন্দরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২২:৫৫

দিনাজপুরের চিরিরবন্দরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করে পুলিশ দিয়েছে জনতা। শনিবার দুপুরে ভাঙ্গাছিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ২টায় কৃষি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে ভাঙ্গাছিড়া নামক স্থানে উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের আলী (২৬) ও একই এলাকার চৈতুরের পুত্র মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম (২৫) পথ আটকে উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রী ভয়ে ধান ক্ষেতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে তাকে আটক করে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা চালায়। তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ও ধর্ষক নওশাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর বখাটে মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম (২৫) পালিয়ে গেছে। পরে চিকিৎসার জন্য ওই ছাত্রীকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ

ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আটক নওশাদ ও পলাতক সাদ্দামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে উপজেলার উত্তর ভোলানাথপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পরে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :