ভৈরবে কাঠুরিয়াকে গলাকেটে হত্যা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২৩:২০

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে ডেকে নিয়ে সেলিম (৪০) নামের এক কাঠুরিয়াকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার পুলিশ।

নিহত সেলিম মিয়া পেশায় একজন কাঠুয়ারিয়া। তিনি উপজেলার শিমুলকান্দি গ্রামের কান্দাপাড়া এলাকার মো. ধন মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শিল্পি বেগম জানান, শনিবার ভোর ৫ টার দিকে কে বা কারা তার স্বামীকে মোবাইলে ফোন দিলে তিনি বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার আগে, কি কারনে কোথায় যাবেন একথা তার স্ত্রীকে বলে যাননি। তারপর আজই সকাল সোয়া ১১টায় বাসায় খবর আসে পার্শ্ববর্তী তেয়ারীরচর গ্রামের একটি বিলের কাছে তার লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশকে জানায়। ঠিক কি কারণে কারা তাকে হত্যা করল পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছে না। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, নিহতের স্ত্রী শিল্পী বেগমের দাবি সেলিমকে ভোরে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে হত্যা করা হয়। তার হত্যার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ভোরে কে বা কারা ডেকে নিয়ে গেছে পরিবারের লোকজন বলতে পারছে না।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং বাসার মোবাইটি জব্দ করেছে। এখন তদন্ত করার পর অপরাধীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :