প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ১১:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১১:২৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চ প্রস্তুত হয়েছে। ইতোমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রবিবার বিকালের এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রবিবার মুন্সীগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর এলাকায় আসবেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী প্রথমে মাওয়ায় কাজের অগ্রগতি দেখবেন। এরপর ঢাকা-মাওয়া ও পাচ্চর-ভাঙ্গা এন ৮ মহাসড়কের কাজের অগ্রগতি দেখবেন, এরপর মাওয়া সাইডে রেললাইন লিংকের কাজের উদ্বোধন করবেন।

এরপর প্রধানমন্ত্রী স্থায়ী নদীশাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। মাওয়ার দিকের সেতুর সামগ্রিক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫ মিনিটে মাওয়া গোল চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।

বিকাল তিনটায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জনসভাস্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। সকাল আটটা থেকেই দূর-দূরান্তের মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে এসে জড়ো হচ্ছে। বাস-লঞ্চযোগে তারা আসছেন জনসভাস্থলে। অনেকে মিছিল ঢোল, ব্যান্ড পার্টি নিয়ে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে আসছেন।

চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী আজকের জনসভায় তাদের অনুসারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা নিজেদের নেতাদের সমর্থন দিয়ে দলের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গতকাল থেকেই কাঁঠালবাড়ী ঘাটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। ঘাট এলাকার চারপাশে ব্যানার, ফেস্টুন, তোরণ, সাইবোর্ডে ঘিরে ফেলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জননেত্রীকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত। প্রায় দুই লক্ষাধিক মানুষ জনসভায় অংশগ্রহণ করবেন বলে আশা করছেন তারা।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর