রূপগঞ্জে ৫১ ভরি স্বর্ণসহ আটক ৫

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ১৭:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১৭:২৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।  রবিবার দুপুরে উপজেলার পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩শ ফুট সড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এসময় নরসিংদী জেলার সদর থানার কোদালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাদিম (২০), নিলিখা এলাকার আব্দুল আলীর ছেলে কামাল (৩৫), সামসু খায়ের ছেলে কাজল মিয়া (৩৫), রায়পুরা থানার বারকান্দি এলাকার মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), আইলমারা এলাকার তারা মিয়ার ছেলে নুরে আলমকে  (৩৫) আটককরা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, সকালে মালয়েশিয়া থেকে যাত্রীবেসে একদল চোরাকারবারি অবৈধভাবে স্বর্ণেরবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে পূর্বাচলের দিকে যাচ্ছে।

এমন গোপন খবরে জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আনিচ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ একদল পুলিশ পূর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩’শ ফুট সড়কে মাইক্রোবাসটি আটক করে।

এসময় মালেয়শিয়া প্রবাসী  পাচজনের কাছ থেকে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

অভিযুক্তদের দাবি, মালেয়শিয়া থেকে একদল দালাল তাদের কাছে স্বর্ণেরবার গুলো দিয়েছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক পাঁচজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/ওআর