নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার অর্ন্তভুক্তির দাবি

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আদিবাসী অধিকার ইস্যুসমূহ অর্ন্তভুক্তির দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী সংগঠন ঐক্য পরিষদ। রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশে ৪৫টি সম্প্রদায়ের প্রায় ৫০ লাখ আদিবাসী বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি-কালচার, পোশাব পরিচ্ছদ, আচার আচরণ ও খাবার-দাবারসহ নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে।

বাংলার ঐতিহ্যবাহী এই আধিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব আজ হুমকির মুখে।

এমন পরিস্থিতিতে আদিবাসী জনগোষ্ঠির অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার  বাস্তবায়নের পদক্ষেপ অর্ন্তভুক্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ভদ্র রং, যুগ্ম আহবায়ক অজয় মৃ, মহাসচিব অরন্য-ই-চিরান, জয়েনশাহী আদিবাসী পরিষদের সভাপতি ইউজিন নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি লিংকন ডিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি বানাড হাজং, হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

 ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/ওআর