রমেক থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

রংপুর ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৩৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতককে (এক দিন বয়সী) চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার মূল আসামি ইয়াসমিন সুলতানা মুন্নীকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।

রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ জানান, গত ১০ অক্টোবর ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের পোস্ট অপারেটিভ ওয়ার্ড থেকে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া মাস্টার পাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী সুধা রানীর নবজাতক চুরি হয়ে যায়। প্রসূতি সুধারানী আগের দিন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন। পরে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। নবজাতক চুরি হওয়ার পর পরেই পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুরো নগরজুড়ে চিরুনি অভিযান শুরু করে।

কমিশনার জানান, রবিবার বেলা ১ টার দিকে নবজাতকটিকে হাসপাতাল ক্যাম্পাসের অভ্যন্তরে পরমাণু চিকিৎসা কেন্দ্রের পাশের্র একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়। নবজাতক চুরি করার সাথে জড়িত ইয়াসমিন সুলতানা মুন্নী নামে গৃহবধূকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার বলেন, হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে নবজাতককে চুরি করার সময় মহিলাটি যে শাড়ি পড়েছিলো সেই শাড়ি দেখেই চোরকে সনাক্ত করা হয়েছে। পুলিশ কমিশনার জানান শিশু চুরির সাথে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :