জবিতে দুর্গাপূজার ছুটি শুরু মঙ্গলবার

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৩৭

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিন ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  প্রশাসনিকভাবে তিনদিন ছুটি ঘোষণা করলেও সাপ্তাহিক ছুটি থাকায় ছুটি দাঁড়াচ্ছে পাঁচদিনে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের  সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আর ১৭ অক্টোবর (বুধবার) থেকে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা পাঁচদিন ছুটি পাচ্ছে।

২১ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/আইএইচ)