‘ধর্মীয় সম্প্রীতি ও দেশের নিরাপত্তায় শেখ হাসিনা বিকল্পহীন’

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় স্থাপিত সব দূর্গা মন্দিরের নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

খালিদ বলেন, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সম্মিলিত বাংলাদেশ ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের সংগ্রাম আওয়ামী লীগ করে যাচ্ছে। চলমান এ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের আগে, সরকারের ধারাবাহিকতার ব্যত্যয় ঘটলে এদেশের ভাগ্যে আবারো ২০০১ সালের কালো দিন নেমে আসবে। আমরা আর সেদিনে ফিরতে চাই না। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করতে চান। এ লড়াইয়ে আপনাদের সহযোগিতাও প্রয়োজন।

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে খালিদ বলেন, আজকে সমতল ও পাহাড়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ। বিএনপি-জামায়াতের মদদে এদেশে যেসব জঙ্গিরা বাসা বেঁধেছিল, তারা অনিরাপদ।

খালিদ বলেন, দিনাজপুরের ১৩ উপজেলায় ১২৩০টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গা উৎসব হবে। সব ধর্মের উৎসবে এ সরকার নিরাপত্তা দিয়ে আসছে। এটাই আওয়ামী লীগের ধর্ম। ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি ধর্মের মানুষ নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে স্ব স্ব উৎসব পালন করবে এ নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা নিজেদের মতো শারদীয় উৎসব পালন করবেন। সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক স্বাধীন চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ। পরে খালিদ মাহমুদ চৌধুরী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন শেষে বিরল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনের শোক সভায় যোগ দেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/টিএ/জেবি)