নিষেধাজ্ঞা দিলে পাল্টা পদক্ষেপের হুমকি সৌদির

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ২১:৩৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় যেকোনো ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক হুমকিকে ‘প্রত্যাখ্যান’ করেছে সৌদি আরব। খবর ডেইলি মেইলের।

তারা হুমকি দিয়ে বলেছে, সৌদির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলে পাল্টা বড় ধরনের পদক্ষেপ নেবে তারা।

এই ঘটনায় রিয়াদের শেয়ার বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। গত কয়েক বছরের মধ্যে দেশটির শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে।

জামাল খাশোগি নিখোঁজের পর থেকে বেশ কয়েকটি পশ্চিমা কোম্পানি উপসাগরীয় দেশটি থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিনের মিত্র সৌদিকে হুমকি দিয়ে বলেছেন, যদি খাশোগিকে হত্যা করা হয়ে থাকে তাহলে সৌদিকে ‘মারাত্মক শাস্তি’ ভোগ করতে হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক খাশোগিকে ইস্তাম্বুলে সৌদির কনস্যুলেটে হত্যা করা হয়েছে।

তবে রিয়াদ অঙ্গিকার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পাকে এক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক চাপ প্রয়োগ করে কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সৌদিকে অবদমনের হুমকিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে সৌদি আরব।

তিনি আরো বলেছেন, সৌদির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে পাল্টা আরো বড় পদক্ষেপ নেয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ব অর্থনীতিতে সৌদি আরবের ব্যাপক প্রভাব ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

রবিবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ এক বিবৃতিতে খাশোগি নিখোঁজের ঘটনায় বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

তারা বলেন, ‘আমরা এই ঘটনায় সৌদি-তুরস্কের প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি, সৌদি সরকার এই বিষয়ে পূর্ণাঙ্গ এবং বিস্তারিত তথ্য সরবরাহ করবে।’

আগামী মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বড় ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলন বর্জন করার ব্যাপার ভাবছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন, উবারের নির্বাহী কর্মকর্তা দারা খসরুশাহিসহ সিএনএন ও ব্লুমবার্গের মতো গণমাধ্যমও আগামী সপ্তাহে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ(এফআইআই) সম্মেলনে যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছে। এই সম্মেলন ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিত।

জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টের একজন কলাম লেখক। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে যান তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে। কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসআই)