টাঙ্গাইলে গুলিতে ‘চরমপন্থী’ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ০৯:০০
ফাইল ছবি

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে তথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, চার রাউন্ড গুলি।

রবিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩- এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) বেশ কয়েকজন চরমপন্থী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবকে দেখামাত্র তারা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে এক চরমপন্থী গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ শরিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :