দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শুক্রবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

আজ মহাষষ্ঠী। সোমবার সকাল ৯টা থেকে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপে শুরু হয় ষষ্ঠীর কল্পারম্ভ পূজা।

সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গাপূজা হয়। এই পাঁচ দিনকে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে অভিহিত করা হয়।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত জানান, ‘নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে কল্পনায় দেবি দুর্গাকে আবাহন করা হয়। বিকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সম্পন্ন হবে ষষ্ঠী পূজার কার্যক্রম।’

সনাতন বিশ্বাস ও পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। আর বিদায় নেবেন দোলায় চড়ে।

এবারের পূজার মূল বার্তা ছত্রভঙ্গ। শুক্রবার বিজয়া দশমী ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা পূজা।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন মজুমদার বলেন, ‘রাজধানীতে এবার ২৩৪টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।’

এদিকে এবার দুর্গা পূজায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাহারা ও আশেপাশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকের পুলিশ আশেপাশে প্রস্তুত থাকবে। গোয়েন্দা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিশেষ নিরাপত্তায় প্রস্তুত থাকবে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/ডিএম