ইলিশ শিকার: নড়াইলে সাত জেলের কারাদণ্ড

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৮:২২

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইলিশ  শিকারের অপরাধে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া ইউএনও নাজমুল হুদা সবাইকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় ১০ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।

জেলেরা হলেন- কালিয়ার মাধপপাশা গ্রামের রুবেল মোল্লা (২৪), নওয়াগ্রামের নিজাম শেখ (৪০), দেয়াডাঙ্গা গ্রামের ইরান মোল্লা (২২), সিঙ্গেরডাঙ্গা গ্রামের মুরাদ মুন্সি (৪২), বিষ্ণুপুর গ্রামের মুস্তাব বিশ্বাস (৫০), পারভোমবাগ গ্রামের তৈয়েবুর রহমান (৩০) ও পারবিষ্ণুপুর গ্রামের মহিদুল শেখ (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়ার ইউএনওর নেতৃত্বে রবিবার রাতে নবগঙ্গা নদীতে অভিযান জাল ও মাছসহ তাদের আটক করা হয়।

পরে সোমবার আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয়।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস