টেকনাফে খাল থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৩৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

টেকনাফে বন্দর সংলগ্ন সাইরন খাল থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারকারীরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

সোমবার ভোররাতে এসব উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ।

তিনি জানান, ভোররাতে গোপন সংবাদে কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন সাইরন খাল এলাকায় সন্দেহ ভাজন একটি ডিঙি নৌকাকে থামার সংকেত দিলে নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত গামিতে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ হাজার টাকা মাত্র।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)