ঢাকেশ্বরীর জায়গার জটিলতা কাটল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ২১:৩৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের জায়গা নিয়ে প্রায় ৬৫ বছর ধরে যে জটিলতা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তার সমাধান হয়েছে। দেড় বিঘা জমির মালিকানা পূজার উপহার হিসেবে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে জমিসংক্রান্ত জটিলতা নিরসনের কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঢাকেশ্বরী মন্দিরের জমি নিয়ে একটা সমস্যা ছিল। ইতোমধ্যেই সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেলেছি। বাকি কাজটা আপনাদের ওপরই নির্ভরশীল।’

এ বিষয়ে ঢাকেশ্বরী মন্দির কমিটির সভাপতি নির্মল চ্যাটার্জী বলেন, আমরা বলেছিলাম এটা দেবত্তর সম্পত্তি, অন্যরা বলছিল এটা তাদের নিজেদের। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের এই ঝামেলার অবসান হলো। আমরা বলবো, পূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যার সমাধান করে, এই সম্পত্তি আমাদের উপহার দিয়েছেন।

মন্দিরের জায়গা দখলের বিষয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, আইনগত একটা প্রক্রিয়া আছে। যারা এত দিন মালিকানা দাবি করেছিল, তাদের দখলি কিছু রাইটসের ব্যাপার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের দোষ ছিল কিছু। সবকিছু মিলিয়ে আইনগত কিছু ব্যাপার আছে, সেগুলো শেষ করে আমরা এটা দখলে নেব।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/টিএ/জেবি)