ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বিকালে

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:১৫ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১১:২১
‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার বিকালে। বেলা তিনটায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষার ফল ঘোষণা স্থগিত করে ঢাবি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আরেক বিজ্ঞপ্তিতে বিকালে ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।

গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে ফাঁস হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা এক এজাহারে অভিযোগ করা হয়েছে। পরীক্ষার দিন সকাল পর্যন্ত সেটি বিক্রি হয়েছে বলেও তথ্য মিলেছে। বিষয়টি খতিয়ে দেখতে সহ-উপাচার্য (প্রশাসন) মো. সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী তদন্ত প্রতিবেদন সম্পর্কে ঢাকাটাইমসকে বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে উপাচার্য মহোদয় সম্ভবত রিপোর্ট হাতে পেয়েছেন। এজন্যই তিনি ফলাফল প্রকাশের সময় ঘোষণা করেছেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :