সোনামসজিদ স্থলবন্দরে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১১:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাঁচদিন সকল আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, দুইদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারি কমিশনার সন্তোষ সরেন জানান, ভারতের মহদীপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রপ্তানিকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।

যথারীতি আগামী ২১ অক্টোবর রবিবার থেকে বন্দরের সকল কার্যক্রম চালু হবে। ছুটির সময়ে বন্দরের ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/ওআর)