সরকারিকরণের সুবিধা চান ‘৫৯’ অতিক্রান্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:২৫

সদ্য সরকারি হওয়া ২৯০টি কলেজের ৫৯ বছর অতিক্রান্ত শিক্ষক-কর্মচারীরা সরকারিকরণের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানানোর পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতি কামনা করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে সদ্য সরকারিকৃত কলেজগুলোর শিক্ষক-কর্মচারী আহবায়ক কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ৩১ জুলাইয়ের নীতিমালা প্রজ্ঞাপনের ৬(ঙ) ধারা সংশোধনের মাধ্যমে এ সুযোগ-সুবিধা চান তারা। বলেন, ‘বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর। যেহেতু জাতীয়করণের লক্ষ্যে নিয়োগ, সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সময় আমাদের বয়স ৫৯ বছর অতিক্রম করেনি। সেহেতু গত ৩১ জুলাইয়ের নীতিমালার প্রজ্ঞাপনে ৬(ঙ) ধারা সংশোধন করে সদ্য সরকারিকরণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের সরকারিকরণের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে সুব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।’

‘কলেজগুলো জাতীয়করণের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন স্মারকের প্রজ্ঞাপনে কলেজের নিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমরা আশাহত হলাম, ৩১ জুলাইয়ের নীতিমালার প্রজ্ঞাপনে ৬(ঙ) ধারায় বলা হয়, সরকারি চাকরির বয়সসীমা ৮ আগস্ট

থেকে কার্যকর হবে এবং উল্লেখিত তারিখের আগে যাদের সরকারি চাকরির বয়সসীমা অতিক্রম করেছি, তাদের অস্থায়ীভাবে নিয়োগ গ্রহণযোগ্য হবে না।’

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনিই প্রথম প্রাথমিক স্কুল সরকারিকরণসহ বেসরকারি শিক্ষকদের নানা অর্থনৈতিক সুবিধার আওতায় আনেন।

সংগঠনের আহ্বায়ক সিরাজগঞ্জের রায়গঞ্জ সরকারি তর্কবাগীশ অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোতালেব বলেন, ‘সরকারিকরণের দীর্ঘসূত্রতায় এক হাজারেরও বেশি প্রবীণ শিক্ষক-কর্মচারী চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে দেরি করায় আমরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই, ৮ আগস্ট কিংবা এর আগে অথচ ডিড অব গিফটের পরে যাদের ৫৯ বছর অতিক্রান্ত হয়েছে, তাদেরও সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে।’

(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এনআই/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :