লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হোমিও চিকিৎসকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৯:১০

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে বশির আহমেদ বিপ্লব নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আহমেদ বিপ্লব ওই গ্রামের রওশন মাস্টারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই ধান ক্ষেতে পানি দেয়ার জন্য নিজের সেচপাম্প চালু করতে যায়। কিন্তু সেচ পাম্পে বিদ্যুৎসংযোগ দেয়ার পরও পাম্পে পানি বের না হওয়ায় পাম্পের সাথে থাকা কল চাপতে যায় সে। ইতিমধ্যে সেচ পাম্পের কল সর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়ার কারণে কল ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে সেখানেই তার মৃত্যু হয়। পরে পার্শ্ববর্তী এক লোক জমি দেখতে গেলে সেচ পাম্পের পাশে বিপ্লবকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

মহেন্দ্র নগর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান স্বপন ঢাকাটাইমসকে বলেন, বশির আহমেদ বিপ্লব একজন ভাল হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :