কল্যাণপুরে ডিএনসিসির ২০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৯:৩১

রাজধানীর কল্যাণপুরে অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ২০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে ৩০০টি অস্থায়ী দোকাসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃতদানকারী ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ঢাকাটাইমসকে জানান, কল্যানপুরের নতুনবাজার পোড়াবস্তিতে সড়কের জায়গা প্রায় ৮-১০ বছর অবৈধভাবে দখল ছিল। ৪০ ফুট সড়কের জায়গাটির অর্ধেকেরও বেশি অংশে অবৈধভাবে নানা স্থাপনা করা হয়েছিল।

এসব স্থাপনার বেশিরভাগই ছিল ছোট দোকান। পাশাপাশি সীমানা প্রাচীরসহ অন্য আরো অনেক স্থাপনাও দখলে রেখেছিল সড়কের জায়গা। প্রথমবারের মত সেখানে অভিযান চালিয়ে রাস্তার দখল করা জায়গা মুক্ত করা হয়। পরবর্তিতে উদ্ধারকৃত জায়গাটিতে ডিএনসিসির পক্ষ থেকে মনিটরিং থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে অন্যদের মধ্যে ডিএনসিসি-র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/আরকে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :