গ্রেনেড হামলা মামলার রায়ে নাখোশ নরওয়ে আ.লীগ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১৯:৩৯

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

নরওয়ে আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ইফতেখার গনি ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ এক যৌথ বিবৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই রায়কে সাধুবাদ জানাই। কিন্তু একটি সরকারের সর্বময় ক্ষমতার অধিকারীরা যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২৪টি তাজা প্রাণ হত্যা করে এবং পাঁচ শতাধিকেরও বেশি মানুষকে হতাহত করে এমন ঘটনা পৃথিবীতে নজিরবিহীন।

নেতৃদ্বয় আরো বলেন, ঘটনার পর এই মামলাকে অন্য খাতে নেয়ার জন্য যা কিছু করা হয়েছে তার সবই বেগম জিয়ার নির্দেশে এবং আদেশে করা হয়েছে। অথচ তিনিই এই মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের এই রায়ের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে, আমরা রাষ্ট্রের প্রতি খুনি তারেক রহমানের মৃত্যুদণ্ড এবং বেগম খালেদার শাস্তি দাবি করে উচ্চ আদালতে আপিল করার দাবি জানাই। তৎকালীন সরকার প্রধান ও তার দোসররা এর থেকে দায় মুক্তি পেতে পারে না। তাই তদানীন্তন সরকার প্রধান খালেদা জিয়াকেও অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আমরা এই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড খালেদা জিয়া পুত্র তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির আশাবাদী ছিলাম। তারপর ও দীর্ঘ ১৪ বছর পর এই রায় জাতিকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশের বিচার বিভাগ যে শত ভাগ স্বাধীন তা আবারও প্রমাণিত হল।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/সিকে/এলএ)