মুসলিম সুইটস ও বনফুলকে জরিমানা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ২১:১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

কেক ও পাউরুটির গায়ে দাম ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকায় রাজধানীর শ্যামলীর মুসলিম সুইটস এন্ড কনফেকশনারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্যামলীর আরো সাতটি খাবার দোকানে অভিযান ঢাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান শেষে ঢাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ঢাকাটাইমসকে জানান, ‘মুসলিম সুইটস এন্ড কনফেকশনারিতে প্যাকেটে পাউরুটি ও কেক রাখা হয়েছিল। কিন্তু সেগুলোর গাঁয়ে কোনো মূল্য তালিকা, উপাদান, মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না। তাই প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আদাবর এলাকার কেক জোনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে ক্যাফে কৃষ্ণচূড়া রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরি হচ্ছে। পরে তাদেরকে ৪০ হাজার টাকা এবং বনফুল এন্ড কোং রেস্টেুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রকাশ্যে না রাখার অভিযোগে হোটেল পিজ্জা এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, মোহাম্মদীয়া হোটেলকে ৫ হাজার টাকা, শাহজালাল হোটেলকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে আদাবর এলাকার হাবিবা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমএবি/ইএস