সরকারের উন্নয়ন নিয়ে এমপি জগলুলের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ২৩:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সফলতা এবং গত পাঁচ বছরে সাতক্ষীরা- ৪ আসনে সম্পন্ন হওয়া সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

মঙ্গলবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান সাংসদ জগলুল।

পরে তিনি সরকারের সেবা সমূহ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকর্মীদের উন্নয়নকল্পে সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা দিয়েছে।

সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, এছাড়াও স্কুল কলেজ সরকারিকরণ, সড়কের উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, মাতৃকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা, গৃহ নির্মাণ ঋণ, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা, বিধবা ভাতা প্রদান করা, প্রতিবন্ধীদের ভাতা, বেকার যুবকদের ঘরে ঘরে চাকরির জন্য ন্যাশনাল সার্ভিস চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল বিতরণ, গর্ভকালীন ভাতা, খোলাবাজারে ১০ টাকা মূল্যের চাল বিক্রয়, অসহায় মহিলাদের বিনামূল্যে ভিজিডির চাল বিতরণসহ সরকারের অসংখ্য উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন সাতক্ষীরা-৪ আসনের এ সাংসদ।

জগলুল জানান, গত পাঁচ বছরে শ্যামনগর উপজেলায় উপজেলা সড়ক ২৬ কি.মি., ইউনিয়ন সড়ক ২২ কি.মি, গ্রামীণ সড়ক ৭৪ কি.মি, ব্রিজ/কালভার্ট ১৭৯ কি.মি, সাইক্লোন শেল্টার ২১টি, প্রাথমিক বিদ্যালয় ৩৭টি, বাজার উন্নয়ন ৮টি, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ১টি, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ১টি, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসভবন ১৪টি, শহীদ বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে স্মৃতিস্তম্ভ ২টি, ইউনিয়ন ভূমি অফিস ২টি, মসজিদ/মন্দির/কবরস্থান/শ্মশানঘাট ২২ টি নির্মাণ করা হয়েছে।

এছাড়াও কালীগঞ্জ উপজেলায় গত পাঁচ বছরে ১১৪ কি.মি. সড়ক ও ব্রিজ/কালভার্ট, সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ৪২টি, বাজার উন্নয়ন ৭ টি, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ১ টি, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ১টি, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসভবন ১৭টি, ইউনিয়ন ভূমি অফিস ৪টি, মসজিদ/মন্দির/কবরস্থান/শ্মশানঘাট ৬ টি নির্মাণ করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাহাবুল আলম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম জোরদার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সিগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান অসিম মৃধা, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালিগঞ্জ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল কুমার মুখার্জি, প্রভাষক মোশারফ হোসেন, অলিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, শেখ রাসেল পরিষদের সভাপতি রহমত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাওসার তুহিন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, এছাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :