রাশিয়ায় কলেজছাত্রের গুলিতে নিহত ১৮ শিক্ষার্থী

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৩২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ২২:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার অন্তর্ভুক্ত ক্রিমিয়ায় একটি কারিগরি কলেজে বুধবার আত্মঘাতী এক ছাত্রের গুলিতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ‘অজ্ঞাত বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরণের ফলে নিহত হওয়ার খবর কর্তৃপক্ষ জানালেও পরে তারা জানায়, কার্চের কলেজের এক ছাত্রের গুলিতেই নিহত হয়েছেন সবাই। খবর বিবিসির।

রুশ তদন্তকারীরা বলছেন, ১৮ বছর বয়সী ভ্লাদিস্লাভ রোসলিয়াকভ নামে এক ছাত্র এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেকে হত্যা করার আগে কলেজ ভবনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালায় ওই তরুণ। এই ঘটনাকে প্রথমে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিলেও পরে রুশ তদন্তকারীরা একে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। এই ঘটনা ঘটার পর দ্রুত জাতীয় নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশই কারিগরি কলেজের শিক্ষার্থী। এখানে ৮৫০ জন কিশোর পড়াশুনা করেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানান, চারটি সামরিক বিমান আহতদের উদ্ধার করতে প্রস্তুত আছে। প্রয়োজন হলে তাদের  সামরিক হাসপাতাল ভর্তি করানো হবে।

২০০৪ সাল রাশিয়ার বেসলানে একটি স্কুলে শিক্ষার্থীদের জিম্মি করে সন্ত্রাসীরা। ওই দিন ৩৩০ জন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

ক্রিমিয়া ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে বিতর্কিত ভোটের আয়োজন করে রাশিয়া এই অঞ্চলটি দখল করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় তখন এই ঘটনায় রাশিয়ার সমালোচনা করে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসআই)