বিশ্বজুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল ইউটিউব

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব বিশ্ব জুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল। এই ঘটনায় ইউটিউবের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। ১৭ অক্টোবর বুধবার সকাল থেকে কয়েক ঘণ্টা বাংলাদেশসহ অন্যান্য দেশে ইউটিউব বন্ধ ছিল। 
 
এই সমস্যা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছে দ্য সান। দ্য সান এক প্রতিবেদনে বলছে, আন্তর্জাতিক সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বন্ধ ছিল ইউটিউব। প্রায় দুই ঘণ্টা ইউটিউব বন্ধ থাকার পর সেটি সচল হয়। 
 
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটারে এক বিবৃতিতে ইউটিউব বলছে, ‘আমরা ইউটিউব ব্যবহারকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুতই খুলে দেয়া হয়েছে ইউটিউব।’
 
সার্ভার সমস্যার কারণে ইউটিউব বন্ধ ছিল বলে জানা গেছে। 
 
জানা গেছে, সকালে স্মার্টফোন ও ডেস্কটপ থেকে ইউটিউব খুলতে পারছিলেন না ব্যবহারকারীরা। ইউটিউবের সাইটে প্রবেশ করা মাত্রই ‘৫০০ ইন্টারন্যাল সার্ভার এরর’ বার্তা দেখাচ্ছিল।’
 
ইউটিউব বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন অনেক ব্যবহারকারী। তারা কেউ মজা করেছেন আবার কেউবা হতাশা প্রকাশ করেছেন। 
 
এ সম্পর্কে এক ইউটিউব ব্যবহারকারী টুইটার বার্তায় জানান, ইউটিউব বন্ধ। তার মানে এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে।
 
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)