‘শারদীয় উৎসব সংখ্যালঘুদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে’

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শারদীয় দুর্গোৎসব বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বলেছেন, ‘এ উৎসব কল্যাণ ও উন্নয়নে নতুন বার্তা বহন করে। বিশেষ করে  সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে।’

দুর্গাপূজার মহা-অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে একথা বলেন ভারতীয় হাইকমিশনার।

বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপন করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

মহাষ্টমীর দিন কুমারী পূজা ঘুরে দেখার পাশাপাশি  ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানান।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/এনআই/ডিএম