সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ১৬:০৯

ব্যুরো প্রধান, সিলেট
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট-ফাইল ছবি

সিলেটে আগামী ২৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অনুমতি না পাওয়ার কথা জানিয়েছেন আবেদনকারীর সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আলী আহমদ জানান, গত ১৭ অক্টোবর সিলেটের পুলিশ কমিশনারের কাছে  আগামী ২৩ অক্টোবর সিলেট  রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে  বৃহস্পতিবার ফোন করে সমাবেশ না করতে বলা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণ করতে এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালানো হচ্ছে বলে জানান তিনি।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি  চেয়ে বিএনপি নেতারা বুধবার পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু জনস্বার্থে পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি।’

গত মঙ্গলবার ঐক্যফ্রন্টের সভায় সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/ওআর)