ঢাকাটাইমসের সংবাদে সহায়তা পেলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৩৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১৯:১৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও গোদারচালা গ্রামে শত্রুতাবশত ১৮ কৃষকের শীতকালীন সবজির বীজতলা আগাছা নিধন ওষুধের মাধ্যমে নষ্ট করে দেয়ায় ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল স্থানীয় ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় গোদারচালা মোড়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১৮ কৃষকের নতুনভাবে বীজতলা তৈরির জন্য প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান দিপক, বীরমুক্তিযোদ্ধা আহমদ আলী ও লিয়াকত আলী প্রমুখ।

ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, কৃষকের বীজতলা নষ্ট করে দেয়ার ঘটনা কারো হীনমন্যতার বহিঃপ্রকাশ। এতে ১৮ জন প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতিপূরণ হবার নয়, তবুও নতুনভাবে আবার তারা যাতে বীজতলা তৈরি করতে পারে সে জন্য প্রত্যেককে কিছু আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে অজ্ঞাত কেউ আগাছা নিধন ওষুধ প্রয়োগের মাধ্যমে ১৮ কৃষকের বীজতলা ধ্বংস করে দেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

গতকাল এ ঘটনায় জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকাটাইমসে ‘এক রাতে ১৮ কৃষকের স্বপ্ন শেষ’ শিরোনামে সংবাদ প্রচার হয়েছিল।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)