অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ১৪:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১৪:১৮

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর শহর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পূজায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পূজা উপলক্ষে মদ খেলে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত দুইজন হলেন, যশোর শহরতলী ধর্মতলা এলাকার সুনীল দাসের ছেলে দিপু দাস (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫)।

মুন্না দাসের ভাই অন্তর দাস জানান, বৃহস্পতিবার রাতে পূজা উপলক্ষে মুন্না অতিরিক্ত মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিপু দাস পূজায় অতিরিক্ত মদ পান করলে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়।

যশোর  কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, চিকিৎসকের মতামত অনযায়ী অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/ওআর)