অনুপ্রবেশকালে বেনাপোলে পাঁচ বাংলাদেশি আটক

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ১৯:৫৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শুক্রবার বিকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকরা হচ্ছেন- রাহেলা বেগম, টিটু মিয়া, রফিকুল ইসলাম, লিটন হোসেন ও শিশু সোহাগী খাতুন। এদের বাড়ি নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-শিশু পাচার হয়ে বাংলাদেশে আসছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে আটক করে।
এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)