‘পূবাইল সম্প্রীতিতে রেকর্ড গড়েছে’

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৮, ২০:৪৪

গাজীপুর সিটির পূবাইলে বিভিন্ন সম্প্রদায় পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে রেকর্ড গড়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পূবাইলের আটটি পূজামণ্ডপ ঘুরে শুক্রবার বিকালে তিনি এ মন্তব্য করেন।

আজ শারদীয় দুর্গা পূজার দশমী দিনে পূবাইলের কেন্দ্রীয় পূজামণ্ডপ পূবাইল বাজার, হারবাঈদ, ভাদুন, ছিকলিয়া, উদুর, সুরুল, সাতানিপাড়াসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিয়ে বলেন, পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়ার যথাযথ ব্যবস্থায় উৎসবমুখর অবস্থায় হিন্দু সম্প্রদায় তাদের পূজা পালন করতে পেরেছে। তবে সম্প্রীতির বিষয়টি কেবল বিশেষ উপলক্ষ্য বা পর্বে সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয় নয়। সর্বসময়ে সংখ্যালঘুসহ সব ধর্মাবলম্বীর নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্ম পালন যেমন জরুরি, তেমনি জরুরি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বৃদ্ধি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :