কিশোরগঞ্জ এক্সপ্রেসে এসি কোচ, নাখোশ ভৈরববাসী

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ২১:০৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ২১:১৬

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নতুন এসি কোচ সংযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে রেলওয়ে কর্তৃপক্ষ ওই ট্রেনে নতুন এসি কোচ সংযোগ দেয়। ট্রেনটি ভৈরবে আসা-যাওয়ায় বিরতি থাকলেও এসি আসনে  ভৈরব থেকে যাত্রীদের জন্য কোন  আসন বরাদ্দ রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এমনকি মাঝপথে কোন রেলওয়ে স্টেশনে এসি কোচে যাত্রীদের কোন আসন বরাদ্দ নেই বলে জানা গেছে। শুধুমাত্র ঢাকা - কিশোরগঞ্জ-ঢাকার জন্য এসি কোচে (পুরা কোচ)  ৫০টি আসন বরাদ্দ দেয়া হয়।

ভৈরবের বিশিষ্টজন ও সুধী সমাজসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দাবি, কিশোরগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে নতুন এসি কোচে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে যাতায়তে টিকিট বরাদ্দ দিতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ এ দাবি না মানলে আন্দোলনে নামবেন বলে অনেকেই এই প্রতিনিধির নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)