ভোলায় ট্রলারডুবি, নিহত ১

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ২১:৪৯

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলার বোরহানউদ্দিনে নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মো. শরিফ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সাত্তার বেপারী নামে একজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর শাখা দেউলা খালের ফকির বাড়ির কাছে এ ট্রলার ডুবি হয়।

নিহত শরিফ হোসেন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. জাকির মাতাব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে শান্তিরহাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীদের একটি ট্রলার কুতুবা ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি এলাকায় প্রায় শতাধিক দর্শনার্থী নিয়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ডুবে যাওয়া অনেককে উদ্ধার করলেও শরিফ হোসেন ও সাত্তার বেপারী নিখোঁজ থাকে। পরে সন্ধ্যায় মো. শরিফ হোসেনকে মৃত উদ্ধার করা হয়। তবে সাত্তার বেপারী (৬০) এখনও নিখোঁজ রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফ হোসেন নামে একজন মারা গেছে। তবে নিখোঁজের তথ্য তার কাছে নেই।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)