ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই মুরগি ব্যবসায়ী আহত

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ১০:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই মুরগি ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

শনিবার ভোরে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সবুজ ও রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে সবুজ ও রমজান মুরগি কিনতে কাপ্তানবাজারের দিকে যাচ্ছিলেন। কামরাঙ্গীরচর কয়লারঘাট পৌঁছানোর পর চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে সবুজের পিঠে, বামহাতে এবং রমজানের মাথায় আঘাত করে। এ সময় তাদের কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয়রা আহত দুইজনকে ভোর সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহত সবুজ শরীয়তপুরের জাজিরা থানার ওমরদি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আর রমজান বরিশালের মেহেদীগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে কামরাঙ্গীচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইয়াকুব আলী ঢাকাটাইমসকে বলেন, আহতদের পক্ষ থেকে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। ঘটনার তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এএ/জেবি)