ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ১১:০৮ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:৪৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের পাঞ্জাবে ভিড়ের ওপর দিয়ে ট্রেন উঠে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আহত হয়েছেন কয়েক শ মানুষ। শুক্রবার সন্ধ্যায় পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসরের চৌরা বাজার এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের পাশে দশেরার রাবণের মূর্তি পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েকশ মানুষ।

রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। তখনই দর্শকরা সরে লাইনের ওপর উঠে আসেন। তারা খেয়াল করেননি তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছে। কোনও দিকে সরতে পারেননি কয়েকশ মানুষ। ট্রেনের চাকার তলায় পিষে যায় একের পর এক মানুষের দেহ। অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব এই হতাহতের কথা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত ৭০০ মানুষ ঘটনাস্থলে ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় প্রশাসন ও দুর্গাপূজা কমিটি এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্রেন আসার সময় তাদের সতর্কতা সংকেত বাজানো উচিত ছিল। ট্রেন থামানো বা গতি কমানোর বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা তাদের দায়িত্ব ছিল।

ঢাকাটাইমস/২০অক্টোবর/একে