জিম্বাবুয়েকেই ফেভারিট বলছেন মাসাকাদজা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ১৭:১৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল। ওয়ানডেতে রবিবার ৭০ বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দশ ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। তারপরও এই সিরিজে জিম্বাবুয়েকেই ফেভারিট বলছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা।

শনিবার মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যামিলটন মাসাকাদজা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে ও গতকাল প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। আমাদের নজর এখন আগামীকালের ম্যাচের প্রতি। এই সিরিজে কী অর্জন করতে পারি সে বিষয়ের প্রতিই এখন আমাদের মনোযোগ। এখান থেকেই আমরা উপরের দিকে যেতে পারি। ছেলেরা এটাই চাইছে। দলের সবাই ভালো করার ব্যাপারে আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘এখানে বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। আমরা এখানকার কন্ডিশন ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের সম্বন্ধে আমাদের ভালো জানা আছে। দল হিসাবে আমাদের ভালো সুযোগ আছে। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে।’

তিনি বলেন, ‘উপমহাদেশের উইকেটে খেলতে নামলে অবশ্যই আপনাকে স্পিনারদের প্রতি নজর রাখতে হবে। এখানকার উইকেটে স্পিনের প্রভাব আছে। আমরা এর জন্য প্রস্তুত। বিষয়টি আমাদের মনে আছে।’

মাসাকাদজা বলেন, ‘মিরাজের বিপক্ষে আমি খুব কম খেলেছি। কিন্তু তাকে অনেকবার দেখেছি। তার সম্পর্কে আমাদের ধারণা আছে। আসল বিষয় হচ্ছে আমাদের ইতিবাচক থাকতে হবে, নিজেদের উপর আস্থা রাখতে হবে। আমাদের স্পিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমরা জানি বাংলাদেশ গত কয়েক বছরে ভালো উন্নতি করেছে। বিশেষ করে ঘরের মাঠে। আমরা তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমাদের এখনো ভালো সুযোগ আছে। ফেভারিট বলতে গেলে আমি জিম্বাবুয়েকেই এগিয়ে রাখব।’

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এসইউএল)