ট্রলিব্যাগে লাশের খণ্ড

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ১৯:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কদমতলী থানা এলাকায় একটি ট্রলিব্যাগ থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাটেরবাগ একে স্কুলের গলির ময়লার স্তুপ থেকে ট্রলিব্যাগটি জব্দ করা হয়। পরে ব্যাগের ভেতরে কোমর থেকে হাঁটু পর্যন্ত মানবদেহের অংশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য খণ্ডিত অংশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠায় পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, শুক্রবার রাতে টোকাইরা একটি ব্যাগ নাড়াচাড়া করার সময় দুর্গন্ধ বের হয়। পরে পুলিশে খবর দিলে ওই ব্যাগে মানবদেহের কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি অংশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে কেউ ময়লার স্তুপে ব্যাগটি ফেলে যাওয়ায় খণ্ডিত অংশ পচে-গলে গেছে। ফলে উদ্ধারকৃত খণ্ডিত অংশ নারী না পুরুষের তা বোঝার উপায় নেই। তবে পুলিশের ধারণা, এটি কোনো পুরুষের দেহের অংশ হবে। তবুও খণ্ডিত অংশটির পরিচয় নিশ্চিতে মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হলে এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজা হবে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এএ/এআর)