উত্তরখানে দগ্ধ সাগরকেও বাঁচানো গেল না

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছয়জনের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার রাত সাড়ে ১২টায় সাগর (১২) নামে এক কিশোর মারা গেছে।  তার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সাগর রাত সাড়ে ১২টায় বার্ন ইউনিটের আইসিইউতে মারা যায়।

এর আগে গত মঙ্গলবার সাগরের মা পূর্ণিমা (৩৫) মারা যান। এর আগে একই ঘটনায় দগ্ধ সাগরের নানি সুফিয়াও (৫০) মারা যান।

গত শনিবার ভোররাত চারটার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে একটি তিনতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।  গ্যাসের লিকেজ থেকে অথবা গ্যাসের লাইন ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মো. আজিজুল হক (২৭) ও তার স্ত্রী মুসলিমা (২০) মারা যান। পরে বুধবার সকাল পৌনে নয়টার দিকে আজিজুলের দুলাভাই ডাবলু (৩৩) মারা যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডাবলুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তবে আগুনে তেমন দগ্ধ না হওয়ায় বেঁচে যান ডাবলুর স্ত্রী আঞ্জুর আরা (২৫) ও তার ছেলে আব্দুলাহ সৌরভ (৫)। তাদের দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এএ/জেবি)