গুরুতর ইনজুরিতে মেসি, মিস করবেন এল ক্লাসিকো

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০৯:০৩ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করতে যাচ্ছেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগায় বার্সার ৪-২ ব্যবধানের জয়ে ম্যাচের ১৭ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে যান মেসি। তাতে ডান বাহুতে চোট লাগে তার। প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও খেলা চালিয়ে যেতে পারছিলেন না। ২৪ মিনিটে উসমান ডেম্বেলের বদলি হিসেবে তাকে উঠিয়ে নেয়া হয়। ডাক্তারী পরীক্ষার পর বার্সা কর্তৃপক্ষ জানিয়েছেন, মেসির ডান বাহুর রেডিয়াল বোনে চির ধরা পড়েছে। বিশ্রামে থাকতে হবে কমপক্ষে তিন সপ্তাহ। ফলে আগামী রোববারের এল ক্লাসিকোসহ ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুৃটি লেগই মিস করবেন তিনি। সঙ্গে রায়ো ভায়োকানো আর রিয়াল বেটিসের বিপেক্ষ লা লিগার ম্যাচদুটো খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা। তিনি মিস করবেন কালচারাল লিওনেসার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচটিও।


(ঢাকাটাইমস/২১অক্টোবর/এআর)