ববি হাজ্জাজের এনডিএমকে নিবন্ধনের নির্দেশ

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ১৪:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নতুন দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ এর (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এই নির্দেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম। তার সঙ্গে ছিলেন রাশনা ইমাম।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ জুলাই দুই সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট।

ববি হাজ্জাজ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম নামে নিজেই দল গঠন করেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/ডিএম