ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গুণীজনকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১২:১২

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে গুণীজন সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সমাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানে নয় গুণীজনকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ব্্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ও আয়াত আলী খাঁ'র মতো গুণীজনরা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সংস্কৃতির ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টির জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকিয়ে থাকবো। ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির গৌরবদীপ্ত পীঠস্থান। এ এলাকা বিশ্ববিখ্যাত মানুষদের জন্ম দিয়েছে। আশা করি ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির ক্ষেত্রে আরও গৌরবের পথে অগ্রসর হবে।

অনুষ্ঠানে বরেণ্য বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, নাট্যজন আলী যাকের, সারা যাকের, সুরকার শেখ সাদী খান, সঙ্গীতজ্ঞ মতিউল হক খান, সমাজকর্মী অ্যারোমা দত্ত, চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম,সচিব মো. মোশাররফ হোসেন ও কবি মারুফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও জেলার নয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শ' জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়।

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি,পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :